--> how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক | Point To Point

Featured Post

how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক

আধার এর সাথে প্যান কিভাবে লিংক করতে হয়  HOW TO LINK PAN CARD ADHAAR CARD আমরা কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এছাড়াও ভারত সরকার...

how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক

pan_card_adhar_card_link

আধার এর সাথে প্যান কিভাবে লিংক করতে হয় 

HOW TO LINK PAN CARD ADHAAR CARD

আমরা কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এছাড়াও ভারত সরকারের তরফ থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সবসময় দেখতে পাচ্ছি

নিউজপেপার থেকে শুরু করে টিভি সব জায়গায় কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে যে প্যান আধার লিঙ্ক করতে হবে এবং এর শেষ সময় কিন্তু ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত এই ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে কেউ যদি তার প্যান আধার লিঙ্ক না করে তাহলে কিন্তু তার প্যান কার্ড(Pan Card) Inoperative হয়ে যাবে।

এর জন্য অনেক লোকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে।


আজকে আমরা আলোচনা করব যে :-

  • আমরা কিভাবে চেক করতে পারব আমাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি।
  • যদি লিঙ্ক করা থাকে তাহলে তো সব ঠিক আছে।
  • যদি লিংক না করা থাকে তাহলে আমরা কিভাবে আমাদের প্যান আধার লিঙ্ক করতে পারব।
  • যদি প্যান আধার লিঙ্ক আমরা না করি তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে?
  • ৩১শে মার্চ ২০২৩ এর পর চাইলে কি আমরা আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবো?

  • এ ছাড়া অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তার অথবা তার নিজের ছেলে অথবা মেয়ের প্যান কার্ড তো এখনো হয়নি. সে ক্ষেত্রে কি হবে

প্রথমে চলে আসি যে আমরা কিভাবে চেক করবো আমাদের প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি লিংক করা নেই।

  • ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে আসার পর বা দিকের কোণে কিন্তু আমরা অপশন পাব লিঙ্ক আধার স্টেটাস (Link Adhaar Status) ওখানে আমাদের ক্লিক করতে হবে

  • তার পরে কিন্তু একটা উইন্ডো খুলে যাবে এবং সেখানে গিয়ে আমাদের প্যান নাম্বার এবং আধার নম্বর দিতে হবে তারপরে ভিউ আধার স্টেটাস (Vew Link Adhaar Status) এ ক্লিক করতে হবে |

যদি আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে

কিন্তু এই ধরনের একটি লেখা চলে আসবে

যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক করা রয়েছে।


এ ছাড়া আরেকটি ভাবে কিন্তু আপনারা আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি সেটা জানতে পারবেন যদি আপনাদের ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনারা লগইন(Login) করার পরে বাঁদিকের ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক.আছে কি নেই ।


আর যদি লিংক করা না থাকে তাহলে

এরম ভাবে দেখাবে 

যদি কারো লিঙ্ক করা থাকে তাহলে তো কোন ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু যদি কারো লিঙ্ক করা না থাকে তাহলে কোন ধরনের কি কিঅসুবিধা হতে পারে ?


প্রথমে আমরা দেখে নেই কাদের ক্ষেত্রে প্যান আধার লিঙ্ক না করলেও চলবে

  • N.R.I দের জন্য কিন্তু এখনো প্যান আধার লিঙ্ক না করলেও চলে যাবে কিন্তু তাঁর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু এনআরআই N.R.I হতে হবে
  • যাদের বয়স ৮০ বছরের উর্ধ্বে তাদের কিন্তু প্যান আধার লিঙ্ক না করলেও চলে যাবে
  • যারা আসাম মেঘালয় এবং জম্মু-কাশ্মীরের Residence তাদের ক্ষেত্রে কিন্তু প্যান - আধার লিঙ্ক না করলেও চলে যাবে

কেউ যদি প্যান আধার লিঙ্ক এই ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে না করে সেক্ষেত্রে তার কি ধরনের অসুবিধা হতে পারে।

প্রথমত বলি যে প্যান আধার যদি লিংক না করা হয় তাহলে অনেকেরই একটা ভুল ধারণা আছে তার প্যান কার্ড টা বোধহয় পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একেবারেই নয় তার প্যান কার্ডটি

ইনঅপারেটিভ(Inoperative) হয়ে যাবে


  • তার প্যান কার্ড দিয়ে সেই মুহুর্তে আর কোন ধরনের কোন কাজ করা যাবে না
  • যকোনো রকম ইনকাম ট্যাক্স ফাইল করা যাবেনা
  • এছাড়াও যে ধরনের অসুবিধা হতে পারে সেটা হলো আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যাংকের সাথে প্যান কার্ডের একটা লিঙ্ক করা থাকে সুতরাং ব্যাঙ্ক যখন দেখবে আমাদের প্যান কার্ড ইনএকটিভ হয়ে গেছে তখন কিন্তু ব্যাংকের বিভিন্ন কাজকর্ম করতেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে
  • এছাড়াও কোন ব্যক্তির প্যান কার্ড শুধু ইনকাম ট্যাক্স ফাইল করতে না আরো বিভিন্ন জায়গায় কাজে লাগে কারো ব্যাংকের ক্ষেত্রে কাজে লাগতে পারে কারও অফিসের ক্ষেত্রে কাজে লাগতে পারে এই ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের প্যান কার্ড কাজে লাগবে সুতরাং সেই অফিস অথবা ব্যাংক কিন্তু মনে করবে তার প্যান কার্ডই নেই যেহেতু তার প্যান্ট কার্ডটি ইনএকটিভ হয়ে আছে সুতরাং সেই মুহূর্তে কিন্তু সেইসব অর্গানাইজেশন আমাদেরকে সেই ভাবে ঠিক করবেন যেভাবে আমাদের প্যান কার্ড না থাকলে করত

এবার চলে আসি যে কারো যদি কোন কারণ বসত ৩১ মার্চ ২০২৩ পেরিয়ে যায় তাহলে.

কি সে প্যান আর আধার কার্ড লিঙ্ক করতে পারবে?

অবশ্যই করতে পারবে ৩১ মার্চ ২০২৩ পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সে চাইলে হাজার টাকা দিয়ে (যেটা এখনও আমাদেরকে দিতে হচ্ছে) তার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবে এবার গভমেন্ট যদি কোনো কারণে ফাইন বাড়িয়ে দেয় সেটা আলাদা বিষয়। এখনো পর্যন্ত যা নিয়ম আছে হাজার টাকা দিয়ে ৩১মার্চ এর পরেও কিন্তু প্যান আধার লিঙ্ক করতে পারবেন। সুতরাং কারো যদি কোন কারনে কোন অসুবিধা থাকে কেউ হয়তো বাইরে আছে অথবা কারো আধার কার্ডে হয়তো ডেট অফ বার্থ ভুল আছে যেই কারণে তারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারছে না তাদের ক্ষেত্রে বলব যে যদি কোনো কারণে লেট হয়ে যায় তারা কিন্তু মার্চ এর পরেও তারা একটা টাইম পাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার।


তার মানে এই নয় যে আমরা এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করব না যাদের পক্ষে সম্ভব অবশ্যই রেকমেন্ড করবো এখনই লিংক করে নিতে।


এবার চলে আসি কোন ব্যক্তি অথবা তার বাড়ির কারো যদি প্যান কার্ড না থাকে সে ক্ষেত্রে কি তার টেনশনের কোন কারণ আছে তাদের ক্ষেত্রে কিন্তু টেনশনের কোন ধরনের কোনো কারণ নেই হতে পারে আপনার সন্তান ছোট হতে পারে আপনার বয়স ১৮ বছরের নিচে যদিও ১৮বছরের নিচে প্যান কার্ড করা যায় কিন্তু কোন প্রয়োজন না থাকলে কেউ প্যানকার্ড নাই করতে পারে কিন্তু ভবিষ্যতে সে যখন প্যান কার্ড করবে তখন কিন্তু তাকে তার আধার কার্ড প্যান কার্ড করতে হবে সুতরাং সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে সুতরাং কারো যদি প্যান কার্ড করা না থাকে তাদের কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই তাদের যদি মনে হয় এখন প্যান কার্ডের প্রয়োজন এখন প্যান কার্ড করে নিতে পারে এছাড়াও তাদের যদি মনে হয় যে ৩১ মার্চ ২০২৩ এর পরে প্যান কার্ড করবে সেটাও তারা করতে পারে কোন ধরনের কোনো অসুবিধা নেই.


এবার চলে আসি যে কোন ব্যক্তি যদি তার স্ট্যাটাস এ দেখে যে প্যান আধার লিঙ্ক করা নেই সেক্ষেত্রে সে কি করবে ?

সে ক্ষেত্রে কিন্তু তাকে সর্বপ্রথম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর হোম পেজে যেতে

(https://www.incometax.gov.in/iec/foportal/) হবে এরপর বা দিকে লিংক আধার বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে

এরপরে এরম একটা পেজ খুলবে


তারপর আপনাদের প্যান নম্বর এবং আধার নম্বর দিয়ে ভ্যালিডেট (Validate)করে দিতে হবে ভ্যালিডেট করলেই কিন্তু আমাদের প্যান আধার লিঙ্ক হয়ে যাবে কিন্তু সমস্যা একটা আছে এখন আমরা জানি যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গেলে আমাদেরকে হাজার টাকা লেট ফী জমা দিতে হবে

আর তার কারণ


এখন এই হাজার টাকা লেট ফিস কিভাবে জমা করব

  • প্রথমে আমরা লিংক আধার এ গিয়ে আমাদের পিয়ন কার্ড এবং আধার এর নম্বর Validate করবো।


  • তারপর Validate এ ক্লিক করার পর আপনাদের ১০০০ টাকা E-Pay Taxদিতে বলবে
    আপনারা Continue To Pay Through E-Pay Taxএ ক্লিক করবেন

  • তারপর আপনাদের সামনে এরম একটি পেজ আসবে 

আপনারা এখানে আপনাদের প্যান নম্বর দিবেন ২ বারবার প্রথমের ঘরে একবার আর একবার Confirm Pan নম্বর দিতে বলা হয়েছে সেখানে। তারপর ফোন নম্বর দেবেন 

  • তারপর আপনাদের যেই ফোন নম্বর দিয়েছেন সেই ফন নম্বর এ একটা Otp যাবে 

Otp দেওয়ার পরে Continue করবেন
 Otp Verify হয়ে গেলে এরম দেখতে পাবেন  

  • তারপর আপনাদের কাছে ৩টি option আসবে 
    এগুলির মধ্যে আপনারা প্রথমের ইনকাম ট্যাক্স(Icome Tax)এ  ক্লিক  করে Proced  করবেন 

  • তারপর আপনাদের সামনে একটি New Payment এর পেজ আসবে 
    এখানে আপনারা Assessment Year এর জায়গায় 2023-24 Select করবেন আর তার পাশে Type Of Payment (Minor Head) এর জায়গায় Other Recepits (500) Select করে এরপর Continue করবেন। 

  • তারপর আপনাদের সামনে এরম একটা পেজ আসবে 
    এখানে আপনাদের কে কিছুই করতে হবেনা শুধু আপনারা এটাই Continue করবেন 

  • তারপরে আপনাদের সামনে কিছু পেমেন্ট মেথড (Payment Method) আসবে 
    খানে আপনারা আপনাদের সুবিধা মতো পেমেন্ট অপসন সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন।

আপনাদের টাকা কেটে নেওয়ার পরে সেটা Verify হতে ২৪ ঘন্টা থেকে ১ সপ্তাহ সময় লাগবে । আপনারা ২৪ ঘন্টা অপেক্ষা করবেন ।

তারপর আপনারা আবার (https://www.incometax.gov.in/iec/foportal/) এই website গিয়ে লিংক আধার (Link Adhaar) এ গিয়ে আবার আধার নম্বর প্যান নম্বর দিয়ে Validate করবেন।

দেখাবে আপনাদের Payment হয়ে গেছে। তারপরে Continue করবেন 

তারপর একটা পেজ খুলবে সেখানে আপনাদের নাম(যেটা আপনাদের আধার কার্ড এ আছে),তারপর মোবাইল নম্বর দেবেন। তারপর লিংক আধার Link Adhaar এ ক্লিক করবেন , এরপর আপনার দেওয়া নম্বর এ একটা OTP যাবে সেটা দিয়ে Validate করলে আপনাদের সামনে ফাইনাল Status আসবে


এর ২৪ ঘন্টা পর Verification কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পান কার্ড এর সাথে আধার কার্ড লিংক হয়ে যাবে।
২৪ঘন্টা পরে আপনারা Link Adhaar Status গিয়ে চেক করে দেখবেন যে আধার এর সাথে পান লিংক হয়েগেছে কিভাবে লিংক আধার স্টেটাস চেক করবেন সেটা প্রথমেই বলা রয়েছে | কিভাবে আধার এর সাথে প্যান লিংক

COMMENTS

Name

Festivals,1,Information & Help,1,tecnology,2,
ltr
item
Point To Point: how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক
how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক
pan_card_adhar_card_link
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_N9qmdK6wMS2mbs0xyDPbn3XLPuvmGlOcNVcfeqF67MX29PaOebQPrF7I6Qzt-cp99-q2yhNmMvo_VNRI1HPcdDnEQHTzBDZnw0dUoRUJimbj8wjOr0US1GHszp92Afqr9tTVtinB09Ns_NGbPpN9209vrqWUmmDkQqWe3mxruc5CO807iA9YqXoVsQ/s320/jpg_20230311_192512_0000.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_N9qmdK6wMS2mbs0xyDPbn3XLPuvmGlOcNVcfeqF67MX29PaOebQPrF7I6Qzt-cp99-q2yhNmMvo_VNRI1HPcdDnEQHTzBDZnw0dUoRUJimbj8wjOr0US1GHszp92Afqr9tTVtinB09Ns_NGbPpN9209vrqWUmmDkQqWe3mxruc5CO807iA9YqXoVsQ/s72-c/jpg_20230311_192512_0000.jpg
Point To Point
https://pointtopointt.blogspot.com/2023/03/how-to-link-pan-with-adhaar-online.html
https://pointtopointt.blogspot.com/
https://pointtopointt.blogspot.com/
https://pointtopointt.blogspot.com/2023/03/how-to-link-pan-with-adhaar-online.html
true
2031053475713209524
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content