--> What Is ChatGpt? how work chat gpt? | Point To Point

Featured Post

how to link pan with adhaar online | প্যান কার্ড আধার কার্ড লিংক

আধার এর সাথে প্যান কিভাবে লিংক করতে হয়  HOW TO LINK PAN CARD ADHAAR CARD আমরা কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এছাড়াও ভারত সরকার...

What Is ChatGpt? how work chat gpt?

chat_gpt_what_is_chatgpt_how_works_chatgpt

 চ্যাট জিপিটি ( ChatGpt ) কি ?

what is ChatGpt

 চ্যাট জিপিটি নিয়ে ইন্টারনেট জগতে বেশ কিছুদিন ধরে  খুবই আলোচনা হচ্ছে। বহু মানুষ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রী তারা এই বিষয়ে জানতে খুবই আগ্রহী। আপনি যদি সঠিক তথ্য দিয়ে চ্যাট জিপিটি কে কোন প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে চ্যাটেজিপিটি তার সঠিক উত্তর আপনাকে খুঁজে বের করে দেবে। আবার এও বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই নাকি চ্যাট জিপিটি গুগল সার্চ কে টেক্কা দিতে পারে। 

যতটা তাড়াতাড়ি সম্ভব ব্যাপকভাবে এই চ্যাট জিপিটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা চলছে।

বর্তমানে যারা ব্যবহার করেছেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তারা এই চ্যাট জিপিটিকে     Positive Feedback দিয়েছেন। 

     চলুন জেনে নেওয়া যাক চ্যাট জিপিটি এর কাজ টা কি?

     গুগল সার্চে আপনি যখন কোন জিনিস সার্চ করেন GOOGLE সেই সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট, ছবি,খবর দেখায়। কিন্তু চ্যাট জিপিটির কাজটা একটু আলাদা একটু অন্যরকম। চ্যাট জিপিটি একটু আলাদা উপায়ে কাজ করে। আপনি যদি চ্যাট জিপিটিতে কোন প্রশ্ন সার্চ করেন চ্যাট-জিপিটি তার উত্তর সরাসরি ভাবে দেখায়। যেমন - 

     চ্যাটজীপিটির সাহায্য নিয়ে আপনি -  

( Essays, cover letters, biographies, leave applications, youtube video script ) ইত্যাদি খুব সহজেই লিখতে পারবেন। 

চ্যাট জিপিটি দ্বারা - প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর দ্বারা ওয়েবসাইটের কোড ও জেনারেট করা যায়। 

      চলুন এবার চ্যাটে জিপিটির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক >>

স্যাম অল্টম্যান ২০১৫ সালে ইলন মাস্কের সাথে শুরু করেছিল চ্যাট জিপিটি। কিন্তু যখন এই কোম্পানিটি শুরু হয়েছিল এই কোম্পানিটি ছিল (non-profit company) অর্থাৎ অলাভজনক কোম্পানি। কোম্পানিটি শুরু হওয়ার এক থেকে দু বছর পরে এই প্রকল্পটি ছেড়ে দেন ইলন মাস্ক।

এরপর মাইক্রোসফট কোম্পানি চ্যাট জিপিটিতে প্রচুর পরিমাণে  বিনিয়োগ (Invest)করে। ২০২২ সালে ৩০শে নভেম্বর এর অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয় (Chat.openai.com) বর্তমানে এর ব্যবহারকারী প্রায় দুই মিলিয়নে (2 million) পৌঁছেছে। 

     চ্যাট জিপিটি কাজ করে কিভাবে ? 🤔 

তার আগে জেনে নেওয়া যাক যে (Ai) artificial intelligence টা কি

(Ai)এর জনক বা Father Of (Ai)হলেন ম্যাকার্থি (John McCarthy) 

(Ai) হলো এমন একটা কম্পিউটার সফটওয়্যার যার মাধ্যমে কোনো মেশিনকে মানুষের মতো ট্রেইন করে কাজ করানো যায়। হিউম্যান বিং যেমন চিন্তা করে প্রবলেম সলভ করে তেমনি কোনো সফটওয়্যার মডেলকে কে যদি আমরা  ট্রেইন করাই এবং টেস্ট করায় তাহলে সেই সফটওয়্যার টা মানুষের মতোই প্রবলেম সলভ করতে সক্ষম হবে ।  

Ai এর সবন্ধে আরো জানতে ক্লিক করুন Ai (Artificial Intelligence) কি?

এবার আসি চ্যাট জিপিটি কাজ কিভাবে :

চ্যাট জিপিটি ChatGpt ( chat generative pretrained transformer) এই চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে। এটি এক ধরনের চ্যাট বট। যা কৃত্রিম বুদ্ধিমত্তার (Ai) উপরে কাজ করবে। আপনি খুব সহজেই শব্দের ক্রমে (in word order) এটির মাধ্যমে কথা বলতে পারবেন। আপনার যেকোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাট জিপিটি। আপনার এটা বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। 

আপনি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন  :

এটি খুবই সহজ একটি পদ্ধতি। প্রথমে আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট চালু করে তারপর কোন ব্রাউজারে (chat.openai.com) সার্চ করতে হবে। এরপর আপনাকে সাইন আপ করতে হবে। আপাতত আপনি এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পরবর্তীকালে এটি Paid হতেও পারে।

চ্যাট জিপিটির কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক :-

1. কথাবার্তার সময় সহজাত ভাষা ইনপুট বোঝার ক্ষমতা এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা।

 রাখে  চ্যাট জিপিটি

2. কথাবার্তার সুরে প্রশ্নের স্বাভাবিক উত্তর দিতে পারে এবং কথোপকথন চালিয়ে যেতে পারে

3. এমনকি এই চ্যাটেজিপিটি পাঠ্য তৈরি করতে পারে।

4. এটি এটি ডেভলপারদের বিভিন্ন ভাষা মডেল বুঝতে পারে। যেমন পাইথন (Python), এইচটিএমএল (Html), সিএসএস (Css), সি প্লাস প্লাস(C++ ), সি# (C#) ইত্যাদি।

5. এটি নানা রকমের এপ্লিকেশন যেমন চ্যাট বোর্ড ভার্চুয়াল সহকারী এবং ভাষা অনুবাদ সিস্টেমে ব্যবহার করা যেতে পারে।

6. এই এই চ্যাটেজিপিটির  টেক্সট বক্স মানুষের মত প্রতিক্রিয়া করতে পারে।


তবে চ্যাট জিপিটির কিছু সুবিধা এবং অসুবিধা আছে।

চ্যাট জিপিটির সুবিধা গুলি হল : -

  • উচ্চ-মানের পাঠ্য প্রজন্ম:- চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে পাঠ্য ডেটার উপর প্রাক-প্রশিক্ষিত।  এটি বিভিন্ন বিষয়ে সুসঙ্গত এবং সাবলীল পঠন তৈরি করতে পারে।
  •  কথোপকথনমূলক বোঝাপড়া:- ChatGPT কথোপকথন এবং ভাষা বোঝার কাজের জন্য প্রশিক্ষিত।  এটি চ্যাটবট এবং ভার্চুয়াল সহকারী তৈরির জন্য উপযুক্ত করে তোলে
  • ভাষা প্রক্রিয়াকরণে:- ChatGPT বিভিন্ন প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা যেতে পারে যেমন পাঠ্য তৈরি, প্রশ্নের উত্তর এবং ভাষা অনুবাদ ইত্যাদি।
  •   উন্নত কর্মক্ষমতা:- ওপেনএআই নিয়মিতভাবে ChatGPT মডেলের আপডেট এবং উন্নতি প্রকাশ করে, সময়ের সাথে সাথে এর কর্মক্ষমতা এবং ক্ষমতা বৃদ্ধি করে।


চ্যাট জিপিটি কিছু অসুবিধা গুলি হল :-

যদিও ChatGPT প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং কথোপকথনমূলক (AI) এর জন্য একটি শক্তিশালী হাতিয়ার, এর কিছু ত্রুটি রয়েছে।

 বক্তৃতার প্রসঙ্গ বুঝতে না পারা: কথোপকথনের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বোঝার সময় চ্যাট-জিপিটি বিভ্রান্তিকর বা অর্থহীন প্রতিক্রিয়া দিতে পারে।  

  • সীমিত যোগ্যতা:- চ্যাট-জিপিটি কোনো ত্রুটি বা পক্ষপাত সনাক্ত করতে এবং সংশোধন করতে সক্ষম নাও হতে পারে।
  • সীমিত জ্ঞান: এটি কোনো তথ্য, বিশেষ করে 2021 সালের পরের ঘটনা প্রদান করতে পারে না।
  • সৃজনশীলতার অভাব:- যেহেতু মডেলটি প্রাক-প্রশিক্ষিত এবং ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট তৈরি করা হয়, এতে সৃজনশীলতা এবং মৌলিকতার অভাব থাকতে পারে।  এটি একই উত্তর বারবার পুনরাবৃত্তি করতে পারে।
  • ভৌত বা বাস্তব জগতের অজ্ঞতা:-চ্যাটজিপিটি পাঠ্য ডেটার উপর প্রশিক্ষিত এবং এইভাবে ভৌত জগতের কোন বোঝাপড়া নেই।
  •  ইন্টারনেটের উপর নির্ভরতা:- ChatGPT - এর কাজ করার জন্য একটি ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যা নির্দিষ্ট পরিস্থিতিতে বা পরিবেশে সমস্যাযুক্ত হতে পারে।
  •  ভুল তথ্য প্রদান:- ChatGPT - কখনও কখনও ভুল তথ্য প্রদান করতে পারে

COMMENTS

Name

Festivals,1,Information & Help,1,tecnology,2,
ltr
item
Point To Point: What Is ChatGpt? how work chat gpt?
What Is ChatGpt? how work chat gpt?
chat_gpt_what_is_chatgpt_how_works_chatgpt
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkmTa4hGMo9Lx0qd2CynxcX8SluYHhRDk1aSjhdxl9jYNgF4tG6HLvEnzXYtgOoCSjqT6DufmGlN5QVLW2-2MhtrNB3xSLOj56s7FwzDxSfJK5RdSJsufty-bvlXV4hafuOoyCXruKc_MQR81E6KTYdKOi-jMc-n7shI1zW6RiEg7HK4S7ghcsF2nraw/s320/4_20230306_015416_0000.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkmTa4hGMo9Lx0qd2CynxcX8SluYHhRDk1aSjhdxl9jYNgF4tG6HLvEnzXYtgOoCSjqT6DufmGlN5QVLW2-2MhtrNB3xSLOj56s7FwzDxSfJK5RdSJsufty-bvlXV4hafuOoyCXruKc_MQR81E6KTYdKOi-jMc-n7shI1zW6RiEg7HK4S7ghcsF2nraw/s72-c/4_20230306_015416_0000.jpg
Point To Point
https://pointtopointt.blogspot.com/2023/03/what-is-chatgpt-how-work-chat-gpt.html
https://pointtopointt.blogspot.com/
https://pointtopointt.blogspot.com/
https://pointtopointt.blogspot.com/2023/03/what-is-chatgpt-how-work-chat-gpt.html
true
2031053475713209524
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content